Judiciary: Bangladesh Skip to main content
 

খাগড়াছড়ি বিচার বিভাগের ইতিহাস

 

খাগড়াছড়ি জেলার জন্ম হয় ১৯৮৩ সালে। তবে নাম করণে, সীমানা নির্ধারণে এবং মানচিত্রে স্থান করে নিতে সময় লেগেছিলো আরো বেশ কিছু দিন। ১৯৮৫ খ্রিস্টাব্দের ২৫ শে ফেব্রুয়ারি এই পার্বত্য জেলার আলাদা নামকরণ করা হয়। খাগড়াছড়ি জজ কোর্টের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ১৯৯৩ খ্রিস্টাব্দে। ভি্ত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন জেলা প্রশাসক জনাব এয়ার মোহাম্মদ।

ইতিহাস সাক্ষ্য দেয়, ১৯০০ সালের রেগুলেশনটি পার্বত্য চট্টগ্রাম (সংশোধন) রেগুলেশন, ১৯১০ দ্বারা সংশোধিত হয় এবং সুপারিনটেনডেন্ট পদটি পরিবর্তন করে জেলা প্রশাসক ও এসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট পদটি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর করা হয়। দ্বৈত শাসনের প্রশাসনিক পদ্ধতিতে পাবর্ত্য চট্টগ্রাম শাসন বর্হিভূত অঞ্চল (Excluded area) হিসেবে নির্বাহী পরিষদের সহায়তায় গভর্নরের একচেটিয়া দায়িত্বে সংরক্ষিত রাখা হয়।

নতুন জেলা হিসেবে এর কাযক্রম বিগত ১৯৮৩ খ্রিস্টাব্দ হতে শুরু হলেও ১৯০৮ খ্রিস্টাব্দের দেওয়ানী কার্যবিধি আইনটি পার্বত্য জেলাসমূহে সরাসরি প্রযোজ্য ছিলো না। ১৯০০ খ্রিস্টাব্দ পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের ১৮ ধারা অনুসারে প্রণীত পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালার ৬ বিধিতে দেওয়ানী মামলার প্রসেস জারী বা কার্যকরণের ক্ষেত্রে কিংবা কমিশন বা ডিক্রী তামিল করণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারক যথাসম্ভব দেওয়ানী কার্যবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। সে মোতাবেক জেলা প্রশাসক ছিলেন পদাধিকার বলে সিভিল জজ (যুগ্ন জেলা জজের সমতুল্য)। জেলা প্রশাসকের আদেশসমূহ রেগুলেশনের ১০ বিধিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট ছিলো আপীলযোগ্য। তবে ফৌজদারী আদালতগুলোতে সমতল জেলাসমূহের মতই ফৌজদারী কার্যবিধি, দন্ডবিধি ও সাক্ষ্য আইনের যথারীতি প্রয়োগ হয়ে আসছিলো। বিভাগীয় কমিশনারের পক্ষে একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, দায়রা আদালতের কার্যক্রম পরিচালনা করতেন। তবে তিনি স্বয়ং অতিরিক্ত দায়রা জজ হিসেবে ক্ষমতা প্রয়োগ করতে পারতেন।

সরকার বিগত ২০০৩ খ্রিস্টাব্দ ৩৮ নং আইনের ১(২) ধারানুসারে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে উপরোক্ত সংশোধনী করলেও তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে আরো কয়েক বছর। পরবর্তীতে ২০০৬ সালে ২০০৩  সালের ৩৮নং আইন ও ২০০০ সনের ৮নং আইনের ২৬ ধারাটি বাস্তবায়নের জন্য মাননীয় হাইকোর্ট বিভাগে রীট পিটিশন-৬০৬/২০০৬ দায়ের প্রেক্ষিতে ২০০৮ সালের ফেব্রুয়ারী মাসে মাননীয় হাইকোট রুলটি absolute করেন। ইতিমধ্যে বিগত ২০০৭ খ্রিস্টাব্দ বিচার বিভাগ পৃথকীকরণের মাধ্যমে বিগত ১লা নভেম্বর ২০০৭ সালে জনাব নিতাই চন্দ্র সাহা ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বিগত ১ জুলাই ২০০৮ খ্রিস্টাব্দ অত্র খাগড়াছড়ি জেলায় জজশীপ চালু হয় । তৎকালীন সময়ে সর্ব প্রথম জনাব মো. মোক্তার আহম্মেদ প্রথম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর থেকে অত্র খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের আপামর জনগোষ্ঠির ন্যায় বিচার নিশ্চিত করণে খাগড়াছড়ি জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বিজ্ঞ বিচারকবৃন্দ বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সেবার দ্বার উন্মুক্ত ও সমুন্নত রাখার জন্য নিরলসভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।